1. khokon44111@gmail.com : DHAKA 18NEWS : DHAKA 18NEWS
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

গাজীপুর মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর যাত্রা শুরু: 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মূল্যভিত্তিক ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনীতির প্রত্যয় নিয়ে ‘আপ বাংলাদেশ’ এবার আত্মপ্রকাশ করলো গাজীপুর মহানগরে।আ জ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটি।

রাজনীতিকে প্রভাবশালী গোষ্ঠীর হাত থেকে ছিনিয়ে এনে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গড়ে তোলা এই কমিটির নেতৃত্বে রয়েছেন একদল চিন্তাশীল, সাহসী ও সমাজমনস্ক তরুণ। গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটি (আপ বাংলাদেশ):

• আহ্বায়ক: আবু সাঈদ মোঃ নোমান ও যুগ্ম আহ্বায়কগণ:

আহমদ আব্দুল্লাহ রিফাত, নুসরাত জাহান, মিজানুর রাহমান, আহমদ শুয়াইব, মোঃ ইব্রাহিম, তানভীর মাহতাব ফারহান, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, এস এম ফয়সাল। সদস্য সচিব: আসাদুল্লাহ নুমান।  যুগ্ম সদস্য সচিবগণ: ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, মোঃ বুলবুল ইসলাম, মোঃ শরাফত আলী সরকার, মোঃ জুলফিকার আলী জিহাদ, আহসান রহমান, সাব্বির সরকার, মাহফুজুর রহমান খান।

 

৬৩ জন উদ্যমী সদস্যের অংশগ্রহণে গঠিত এই কমিটি, গাজীপুর মহানগরে এক নতুন গণতান্ত্রিক চর্চার পথ উন্মোচন করবে বলে প্রত্যাশা সংগঠনের।

 

এই কমিটি গঠিত হয়েছে আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশক্রমে এবং অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে—

“গাজীপুর মহানগর শিল্প ও মানুষের শহর, এই শহরের রাজনীতিও হতে হবে শ্রমজীবী, তরুণ ও নাগরিকস্বার্থকেন্দ্রিক। আপ বাংলাদেশ সেই স্বপ্ন নিয়েই এসেছে— নেতৃত্ব নয়, বদলাবে রাজনীতির ভাষা, চরিত্র ও অভ্যাস।”

‘আপ বাংলাদেশ’-এর অঙ্গীকার:

✅ রাজনীতি হবে ওয়ার্ড থেকে— গড়ে উঠবে শিকড় গেঁথে

✅ মুখ নয়, কাজের ভিত্তিতে আসবে নেতৃত্ব

✅ জনপ্রতিনিধি হবেন জনগণের অংশ— সুবিধাভোগী নয়

✅ নারীদের অংশগ্রহণ, তরুণদের চিন্তা, প্রান্তিকদের কণ্ঠ— থাকবে রাজনীতির কেন্দ্রে

‘আপ বাংলাদেশ’ বিশ্বাস করে—

পরিবর্তন হঠাৎ আসে না, সৃষ্টি হয় নিরন্তর চর্চায়। গাজীপুরে সেই চর্চার সূচনা হলো আজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট