1. khokon44111@gmail.com : DHAKA 18NEWS : DHAKA 18NEWS
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ইংলিশ ক্রিকেটার, ব্যবস্থা নিলো বোর্ড

খেলা ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে টাইমাল মিলস নামটা খুব একটা পরিচিত না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সরব উপস্থিতি রয়েছে তার। এবার তিনি নাম লেখালেন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে।

‘অনলি ফ্যানস’ ওয়েবসাইটে সাধারণত প্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। ব্যবহারকারীরা টাকার বিনিময়ে সেই ছবি ও ভিডিও দেখতে পারেন। তবে মিলস জানিয়েছেন, তিনি ভিন্ন উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শুধু ক্রিকেট ভিত্তিক ভিডিও প্রকাশ করবেন। তবে সেই সাইটের লোগো ব্যবহার করছেন নিজের ব্যাটেও।

তিনি বলেন, “আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, কোনো রকমের প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও দেওয়া হবে না। শুধু ক্রিকেট সংক্রান্ত ছবি ও ভিডিও দেওয়া হবে। আমার দৈনন্দিন যাপনের (লাইফস্টাইল) কথাও সবাইকে জানাব। আগে কখনও এই ধরনের কাজ করিনি। মুখিয়ে রয়েছি।”

মিলস আরও বলেন, “আমি জানি প্রায় সবাই এই ওয়েবসাইট অন্য কাজে ব্যবহার করেন। প্রাপ্তবয়স্ক ছবি ও ভিডিও দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।”

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের এই কাণ্ডে অস্বস্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্য হানড্রেডকে প্রাপ্ত বয়স্ক সাইটের প্রভাবমুক্ত রাখতে এবার পদক্ষেপ করলেন ইসিবি কর্তারা। তারা মিলসকে নির্দেশ দিয়েছেন, ওই সাইটের লোগো ব্যাটে বা অন্য কোনও সরঞ্জামে ব্যবহার করা যাবে না।

বাঁহাতি পেসার মিলস ইংল্যান্ডের হয়ে শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে অভিষেক হয়েছিল তার। পরের সাত বছরে মাত্র ১৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৪টা উইকেট। খুব একটা নজর কাড়তে না পারায় ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়েন মিলস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট