ময়মনসিংহে একটি বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চার ঘণ্টা ধরে ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ঢাকা বাসস্ট্যান্ডে একটি বাসের কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে দেড় শতাধিক লোক অংশ নেয়। এ ঘটনায় দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোণা, হালুয়াঘাট, ধোবাউড়া, পুর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছি। গফরগাঁও আসার পর একজন ফোন করে জানান মাসকান্দার ঢাকা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাট হয়েছে। কে বা কারা ভাঙচুর ও লুটপাট করেছে তা এখনো জানা যায়নি। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।
মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এসে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে যাত্রী ও কর্মীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। সবাই সেখান থেকে সরে যান।
যাত্রীরা বলছেন- হঠাৎ এভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি।
মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, আমি অগ্রিম টিকেট কেটে রেখেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। আমি ঢাকা গিয়ে সেখান থেকে রবিশাল যাব। লঞ্চের টিকেট কেনা। কিন্তু এখন ঢাকা কীভাবে যাব?
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বাসস্ট্যান্ডের এক কর্মী বলেন, যারা ভাঙচুর করতে এসেছিল তারা স্লোগান দিয়েছে- ‘আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না।’