1. khokon44111@gmail.com : DHAKA 18NEWS : DHAKA 18NEWS
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

কারিশমার মৃত স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে অশান্তি, কে পাচ্ছেন?

বিনোদন ডেক্স:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার রেখে যাওয়া প্রায় ৩০ হাজার কোটি টাকার সাম্রাজ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল অশান্তি। পারিবারিক এই দ্বন্দ্ব এখন পৌঁছে গেছে আদালতের দরজায়।

সম্পত্তির ভাগ পেতে লড়াইয়ে নাম জড়িয়েছে কারিশমা কাপুর, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর, বোন মন্ধিরা কাপুর এবং ৮০ বছর বয়সী মা রানি কাপুর। প্রয়াত এই শিল্পপতির মা প্রকাশ্যে এই বিরোধকে তুলনা করেছেন ‘দুঃস্বপ্ন’-এর সঙ্গে।

গত ১২ জুন লন্ডনে এক পোলো ম্যাচ চলাকালীন আচমকাই মারা যান সঞ্জয়। ব্যবসায়ী সুহেল সেঠ দাবি করেন, খেলার সময় মৌমাছি গিলে ফেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

কোম্পানি সোনা কমস্টার-এর পক্ষ থেকেও হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও বিস্তারিত জানানো হয়নি।

তবে রানি কাপুরের দাবি, ছেলের মৃত্যু রহস্যজনক। ইতিমধ্যেই তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন।

সঞ্জয়ের মা রানি কাপুরের অভিযোগ, তাকে চাপ দিয়ে একাধিক নথিতে সই করানো হয়েছে। পাশাপাশি আর্থিক দিক থেকেও তাকে কোণঠাসা করা হচ্ছে। তার ভাষায়—আমরা যে কোম্পানি দাঁড় করিয়েছিলাম, এখন বলা হচ্ছে সেখানে আমার আর কোনও ভূমিকা নেই।

অন্যদিকে, সোনা কমস্টারের দাবি— ২০১৯ সাল থেকেই রানি কাপুরের কোনও দায়দায়িত্ব নেই বরং মিথ্যা অভিযোগ আনার জন্য তার বিরুদ্ধেই আইনি নোটিস পাঠানো হয়েছে।

এ নিয়ে সঞ্জয়ের বোন মন্ধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন—“আমার মায়ের বয়স ৮০। তাকে জানানো হচ্ছে, তিনি আর এই কোম্পানির অংশ নন— এটা নির্মম। বাবা-মা মিলে সাম্রাজ্য গড়েছিলেন, অথচ এখন আমাদের উত্তরাধিকার নয় বলা হচ্ছে।”

এমন পরিস্থিতিতে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব প্রস্তাব দেন, রানি যেন তাদের দিল্লির বাড়িতে এসে থাকেন। কিন্তু মন্ধিরার মতে, সেটা এখন সম্ভব নয়। কারণ হিসেবে ব্যাখ্যা করেন, “বাবার মৃত্যুর পর ওই বাড়িই ছিল মায়ের একমাত্র ভরসা। এখন ছেলেকেও হারালেন। মানসিকভাবে তিনি এখনও প্রস্তুত নন সেখানে থাকার জন্য।”

সঞ্জয় কাপুরের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। প্রথম বিয়ে করেছেন ১৯৯৬ সালে। ডিজাইনার নন্দিতা মহতানির সঙ্গে, টিকে ছিল ৪ বছর। দ্বিতীয় বিয়ে করেন ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরকে। সেই সংসারে দুই সন্তান— সামায়রা (১৯) ও কিয়ান (১৩)। এই জুটির ডিভোর্স হয় ২০১৬ সালে। তৃতীয় বিয়ে করেন ২০১৭ সালে প্রিয়া সচদেবের সঙ্গে। সেই সংসারে রয়েছে এক পুত্রসন্তান— আজারিয়াস।

বর্তমান সময়ে ভারতের শিল্প জগতে সোনা কমস্টার এক বিশাল নাম। অথচ প্রতিষ্ঠাতার পরিবার এখন ছিন্নভিন্ন। রহস্যমৃত্যুর অভিযোগ, আইনি নোটিস আর সম্পত্তি দখলের লড়াই মিলিয়ে এই কাহিনি যেন কোনও কর্পোরেট থ্রিলারকেও হার মানিয়েছে।

সঞ্জয়ের ৩০ হাজার কোটির বিশাল এই সাম্রাজের ভাগ শেষ পর্যন্ত কে পায়, সেটা জানতে তাকিয়ে থাকতে হবে আদালতের দিকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট