: হুজ্জাতুল্লাহ আবীর,যুগ্ম আহ্বায়ক: ওমর ফারুক, ডা. মো. রিয়াজুর রহমান তোফাক (মাবরুর), এডভোকেট দিলরুবা বেগম (মালা), মুহাম্মদ আবুল আহাদ আশরাফুল, আবু মনসুর মো. তারিক আসিফ, মো. ইয়াসির আরাফাত, আরাফাতে ইলাহী, শামীম হাসান, মোহাম্মদ তাইফ চৌধুরী, আসিফ চৌধুরী, আব্দুল আহাদ
সদস্য সচিব: মশিউর রহমান চৌধুরী মাহী,যুগ্ম সদস্য সচিব: আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বাসেত জায়েদ, এবি তাহমিদ মাসুদ, মুশফিক বিন আনোয়ার চৌধুরী ইমাজউদ্দীন ধীমান, সাদিয়া সুলতানা (আরনিন), মাঈনউদ্দীন, রবিউল আলম, কোহিনূর আক্তার (সীমা), আল নাফিজ রহমান
মোট ১৬২ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে সংগঠনের গভীর পর্যালোচনা ও নেতৃত্বের যাচাই-বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুগঠিত ও কার্যকর সংগঠন গড়ার পূর্বশর্ত।
এই কমিটি ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশে গঠিত হয় এবং তা অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে: “চট্টগ্রামের মানুষ বরাবরই পরিবর্তনের অনুরাগী। এবার সেই পরিবর্তনের হাল ধরবে সাধারণ মানুষ— নাগরিকদের স্বপ্ন, ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমেই গড়ে উঠবে আগামীর রাজনীতি।”
‘আপ বাংলাদেশ’-এর মূল প্রতিশ্রুতি: রাজনীতি শুরু হবে ওয়ার্ড স্তর থেকে, থামবে না কেবল কেন্দ্রে গিয়ে
লক্ষ্য শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং নৈতিকতা ও নীতির পরিবর্তন,জনপ্রতিনিধিরা হবেন জনগণের সহযাত্রী, শাসকের ভূমিকায় নয়। তরুণ, নারী ও প্রান্তিক কণ্ঠ থাকবে রাজনীতির কেন্দ্রে। সংগঠনের বিশ্বাস, প্রকৃত রাজনৈতিক সংস্কার আনতে হলে শুধু মুখ বদলালেই হবে না— মনোভাব, কাঠামো ও অংশগ্রহণের পদ্ধতি বদলাতে হবে। সেই কাঠামো গড়ে উঠবে সরাসরি জনগণের অংশগ্রহণে, নতুন ধরনের রাজনৈতিক চর্চা ও দায়িত্বশীলতার ভিত্তিতে।