1. khokon44111@gmail.com : DHAKA 18NEWS : DHAKA 18NEWS
  2. info@www.dhaka18news.com : DHAKA 18NEWS :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

আজ সকাল ৯টায় রাজধানীর উত্তরা অডিটোরিয়ামে উত্তরা মডেল থানার উদ্যোগে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর বিশ্ববরেন্য মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র:) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি তাঁর বক্তব্যে আল্লামা সাঈদী রহ. এর জীবনী, দ্বীনের পথে তাঁর অবিচল সংগ্রাম, রাষ্ট্রীয় নির্যাতন ও শাহাদতের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

মাওলানা হালিম বলেন— “আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহ. শৈশব থেকেই তিনি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জনে নিজেকে নিবেদিত করেন। দেশের বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণের পর তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে বিশ্বময় তাফসির মাহফিল পরিচালনা করেন। তাঁর কণ্ঠে কুরআনের ব্যাখ্যা লাখো মানুষের অন্তরে ঈমানের জোয়ার তুলেছিল।
তিনি শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে দেশে দেশে ইসলামের বাণী প্রচার করেছেন। পবিত্র হজ পালনকালে তিনি বহুবার কাবার মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করেন। বিশ্ব ইসলামী আন্দোলনের এক অমূল্য সম্পদ হিসেবে তিনি মুসলিম উম্মাহর ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন।
রাষ্ট্রীয় জুলুম ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দি থাকা সত্ত্বেও তিনি দ্বীনের পথে অবিচল ছিলেন। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে এক পরিকল্পিত মেডিকেল কিলিংয়ের মাধ্যমে তাঁকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আল্লামা সাঈদী রহ. এর জীবন আমাদের জন্য দাওয়াত, ত্যাগ ও ঈমানদারীর উজ্জ্বল দৃষ্টান্ত।”

উত্তরা মডেল থানা আমীর অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি বদিউজ্জামান বকুল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, থানা অফিস সম্পাদক মহিউদ্দীন আহমেদ, থানা বায়তুলমাল সম্পাদক মাসুদুল আলম, থানা তারবিয়াত সম্পাদক ওসমান গনি জুয়েল, থানা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, সাদেকুল ইসলাম ও অন্যান্য শুরার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আল্লামা সাঈদী রহ. এর জীবনী, বিশ্ব ইসলামী আন্দোলনে তাঁর অবদান এবং শাহাদতের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। শেষে তাঁর রূহের মাগফিরাত, মুসলিম উম্মাহর ঐক্য ও ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, 𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒—এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট "𝐃𝐇𝐀𝐊𝐀 𝟏𝟖𝐍𝐄𝐖𝐒"—এর মালিকানাধীন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে যদি কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট